
কমলকন্ঠ ডেস্ক ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ সংসদীয় (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
২৮ ডিসেম্বর রোববার বিকালে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য মো: দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, পৌর বিএনপির আহবায়ক মো: শোয়েব আহমদ, যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমূখ।
মনোনয়নপত্র দাখিল শেষে দলীয় প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই লোক, আমার জনয় দোয়া করবেন। আমি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের উন্নয়নে কাজ করব।
এর আগে পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাড়িতে দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান।
মনোনয়নপত্র জমা দিলেন বাবা-ছেলে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর ছেলে ব্যবসায়ী মুঈদ আশিদ চিশতী।
এর আগে রোববার ২৮ ডিসেম্বর বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মুঈদ আশিদ চিশতীর বাবা বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
মৌলভীবাজার-৪ আসনের সহকারী রিটার্ণিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।