
রাজু দত্ত।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ স্থাপনের কাজ চললেও একই স্থানের বিপরীত পাশে অবাধ বালু উত্তোলনে হুমকির মুখে পড়েছে বাঁধ ও সেতু।
রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগান সংলগ্ন স্টিল ব্রিজ এলাকায় দেখা যায়, নদীর এক পাশে জিও ব্যাগ বসিয়ে বাঁধ রক্ষার কাজ চলছে, আর ঠিক পাশেই ড্রেজার মেশিন দিয়ে নদীর মাঝখান থেকে বালু তোলা হচ্ছে। এতে ব্রিজ ও নদীর প্রতিরক্ষা বাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, ধর্মপুর ও রামচন্দ্রপুর এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে ধলাই নদীর ওপর দুটি স্টিল ব্রিজ রয়েছে। এর আগে মৃর্ত্তিঙ্গা ব্রিজের উত্তর পাশে প্রায় ২০০ মিটার বাঁধ ভেঙে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সম্প্রতি সেই বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হলেও পাশাপাশি বালু উত্তোলনের কারণে নতুন করে বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা গত নভেম্বর মাসে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলেও এখনো বালু উত্তোলন বন্ধ হয়নি। তারা বলছেন, মাটি ও বালি ব্যবস্থাপনা আইন-২০১০ লঙ্ঘন করে বালু মহাল নয় এমন স্থান থেকেও বালু উত্তোলন করা হচ্ছে, যা পরিবেশ ও জনজীবনের জন্য হুমকি।
তবে অভিযুক্ত বালু মহাল ইজারাদার খোরশেদ আলম দাবি করেন, ব্রিজ রক্ষা করেই বৈধভাবে ইজারাকৃত স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, প্রতিরক্ষা বাঁধ বা ব্লকের পাশ থেকে কোনোভাবেই বালু উত্তোলন করা যাবে না।”
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ব্রিজের নিকট থেকে বালু উত্তোলন নিষিদ্ধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. শাহীনা আক্তার জানান, ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।