
কমলকন্ঠ ডেক্স ।।
জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই নিবাসী, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সদস্য, জুড়ীর সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম শুক্রবার রাত ১১.৪৯ ঘটিকায় কুলাউড়া হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। শনিবার দুপুর সোয়া দুই ঘটিকায় জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহে জানাজার নামাজ শেষে সংলগ্ন গোরস্থানে লাশ দাফন করা হয়।
জীবদ্দশায় জনাব বদরুল ইসলাম মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়, লংলা আধুনিক ডিগ্রি কলেজ ও জুড়ী টি এন খানম একাডেমি কলেজে শিক্ষকতা করেন। তিনি জুড়ী কামিনীগঞ্জ বাজারের একজন ফার্মেসী ব্যবসায়ী ছিলেন। এছাড়া এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।