
কমলকন্ঠ ডেস্ক:: মৌলভীবাজারের গ্রাহকদের সুবিধার্থে পূবালী ব্যাংক লিমিটেড এর ২টি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) শহরের এম সাইফুর রহমান সড়কের পূবালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয় ও শহরের চৌমুহনী শাখায় এ ২টি এটিএম বুথ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, কার্ড ডিভিশন, অসীম কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক, দেওয়ান জামিল মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপমহাব্যবস্থপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,পূবালী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস, চৌমুহনী শাখার ব্যবস্থাপক আরিফুল করিম, দি চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহিম রিপন প্রমুখ।
এখন থেকে গ্রাহকরা ২৪ ঘন্টা এটিএম কার্ডে বুথ থেকে টাকা উত্তোলন এবং ব্যাংক বন্ধের দিনেও সেবা গ্রহণ করতে পারবেন।