
কমলকন্ঠ ডেস্ক ।।
শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র:) প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখার বার্ষিক বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে, সকাল ৯টায় শুরু হয়ে, বিকাল ৪টায় এ পরীক্ষা শেষ হয়। বার্ষিক বোর্ড পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট- ৩০৪জন হিফজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ
সময় উপস্থিত ছিলেন হল সুপার, মাও: আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রের সচিব, ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাও: শফিকুল ইসলাম বুলবুল, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আনহার আলী সহ ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড ও মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।