কমলকন্ঠ রিপোর্ট ।। বিজয়ের সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের গৌরবময় উপলক্ষে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার।
মহান বিজয় দিবস উদযাপনে সবাই ছুটবেন শহীদ মিনারে। শিশু-কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী মানুষের হাতে শোভা পাবে গুচ্ছ গুচ্ছ ফুল। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাবেন সবাই। বীর সেনাদের শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে যাবে প্রতিটি শহীদ বেদী।
দিবসটি সামনে রেখে চারদিকে ফুল বিক্রির ধুম পড়ে গেছে। ফুল বিক্রেতাদের কাছে রয়েছে সরকারি, আধা সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির অগ্রিম অর্ডার। অর্ডারের ফুল বিক্রি করতেই দিনরাত ব্যস্ত দোকানিরা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের শহরের ফুল বিভিন্ন দোকানে গেলে ফুল ব্যবসায়ী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফুল কিনতে আসা ক্রেতা সাধারণের ছিল ভিড়। ফুলের কারিগর মিন্টু মিয়া বলেন, আমাদের যা ব্যস্ততা বিজয় দিবসের আগের দিন। ফুলের এই তোড়াগুলো আগে বানালে নষ্ট হয়ে যায়। যা অর্ডার আছে সারা রাত কাজ করে হবে।