
কমলকন্ঠ রিপোর্ট ।। ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প ২য় পর্যায়-এর আওতায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ প্রমুখ।
সভায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, পুরোহিত, সেবাইত এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।