
কমলকন্ঠ ডেস্ক ।।
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, কমলগঞ্জ বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী ও ১৩৫ বছর পূর্তি উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক, কলামিস্ট ও বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ফারুক উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ফারুক উদ্দিন আহমেদ কমলগঞ্জ উপজেলার গৌবর্ধনপুর গ্রামের কৃতি সন্তান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক বিশ্লেষণ, উন্নয়ন নীতি ও গ্রামীণ অর্থনীতি বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন।
মরহুম ফারুক উদ্দিন আহমদের প্রথম জানাজা ৭ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় ঢাকার মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা একই দিন রাত ৮টায় তাঁর নিজ গ্রাম কমলগঞ্জ উপজেলার গৌবর্ধনপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমলগঞ্জ প্রেসক্লাব।
প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এক শোকবার্তায় বলেন, তিনি ছিলেন কমলগঞ্জের গর্ব। তাঁর মত সৎ, বিনয়ী ও প্রজ্ঞাবান মানুষ সমাজে বিরল। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
তাঁরা আরও বলেন, আল্লাহ মহান রাব্বুল আলামিন যেন তাঁর জীবনের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।