
কমলকন্ঠ ডেস্ক ।।
কমলগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড ভূক্ত নাগড়া-যোদ্ধাপুর সার্বজনীন দূর্গাবাড়ীতে গতকাল ২৩শে অক্টোবর শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত আরতি ও নৃত্য প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরুষ্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়েছে ।
এলাকার বর্ষীয়ান মুরব্বী পূজা কমিটির সাবেক সভাপতি মানিক রাম মালাকারের সভাপতিত্বে ও রিংকু মল্রিক নীরবের পরিচালনায় অনুষ্টিত উক্ত আরতি নৃত্য ও পুরুষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ রায় । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগড়া-যোদ্ধাপুর সার্বজনীন দূর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি গঙ্গারাম মালাকার, মন্ডপ উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি নিরঞ্জন মালাকার, বিশিষ্ট সমাজ সেবক যুবলীগ নেতা জহিরুল ইসলাম নান্নু, পূজা কমিটি -২০২৩ এর সভাপতি সুষেন্দ্র মালাকার প্রমুখ ।
অনুষ্টান শেষে প্রতিযোগীতায় বিজয়ী ১৬ জন প্রতিযোগীর হাতে পুরুষ্টার তুলেদেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ রায় ।