কমলকন্ঠ ডেস্ক ।।
আজ ২১ শে অক্টোবর সন্ধ্যায় সস্ত্রীক কমলগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিনার নিরাজ কুমার জাসওয়াল। এ সময় কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি সস্ত্রীক কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়ী, আলীিনগর বাগান মন্ডপ ও পাত্রখোলা বাগান মন্ডপ সস্ত্রীক ঘুরে দেখেন।