রাজু দত্ত, স্টাফ রিপোর্টার ।।
এনজিও প্রতিষ্টান ‘আশা’ শ্রীমঙ্গল উপজেলা অঞ্চলের আওতাধীন আশা ভৈরবগঞ্জ বাজার ব্রাঞ্চে ৩দিন ব্যাপী এক ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ (১৬ অক্টোবর ) সোমবার সকাল ৯ ঘটিকার সময় আশা ভৈরবগঞ্জ বাজার ব্রাঞ্চ কার্যালয়ে আায়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আশা কমলগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক, মোঃ জাহাঙ্গীর চৌধুরী ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা মৌলভীবাজার জেলা কার্য্যালয়ের সিডিএম মোঃ কুতুব মিয়া , আশা স্বাস্থ্য কমপ্লেক্সের পিটি, ডাঃ সেন্টু চন্দ্র বর্মন ও আশা কমলগঞ্জ ব্রাঞ্চের এসবিএম শিরিনা আক্তার ।
আজ ১৬ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পিং চলবে।
প্রথম দিন প্রায় ৬৯ জন রোগী কে থেরাপি দেওয়া হয়েছে। রোগীদের থেরাপি কাজে সহযোগিতা করেন স্বাস্থ্য সেবিকা পিংকি পাল ও সুমী আক্তার।