কমলকন্ঠ ডেস্ক ।।
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণের বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষাপ্রতিষ্টান আজ যথাযোগ্য মর্যদায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
আম্বিয়া কে,জি স্কুল
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় স্কুল মিলনায়তনে অধ্যক্ষ মমতা রানী সিনহার সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক, লেখক-গবেষক আহমদ সিরাজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো: সালাহ উদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল ও শিক্ষক আবুল কাসেম। আলোচনা শেষে এক ব্যালী বের করা হয়।
কমলগঞ্জে কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ২ ঘটিকায় কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুলের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক জনাব আব্দুল মুমিন এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জয়নাল আবেদীন।
সহকারী শিক্ষক জনাব হাবিবুর রহমান এর সঞ্চালনায়- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ম্যানেজিং কমিটির সদস্য- জনাব হাসান সরওয়ার চৌধুরী, সাংবাদিক আশরাফ সিদ্দিকী পারভেজ প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক আবুল হোসেন, শ্যামল কুমার সিংহ, মো: হাবিবুর রহমান, শিক্ষার্থী- সুমাইয়া রহমান, শাশ্বতী সিন্হা, প্রতিভা দেবী। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।