কমলকন্ঠ রিপোর্ট ।।
করোনাভাইরাসের ভয় উপেক্ষা করে নাড়ির টানে বাড়ি ফিরছে সবাই। এ ঈদযাত্রায় সড়কে ঝরল শিশু ও নারীসহ ৮ মৌলভীবাজারবাসীর প্রাণ। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন রয়েছেন। ।
একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহতআজ শুক্রবার (৩১ জুলাই) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। কুল্লিাগামী একটি যাত্রীবাহবিাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটগামী একটি প্রাইভেট কারকে চাঁপা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত হন। নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেরার সাতগাঁও ইউনিয়নের লইয়াকুল গ্রামের স্বপন কুমার দাস, তার স্ত্রী লাভলী রানী দাস, তাদের দুই সন্তান ও গাড়ি চালক হাসিম মিয়া। তাদের আরেক সন্তানকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর (বাগহাটি) গ্রামে যাচ্ছিলেন।
এদিকে নিহত গাড়ি চালকের বাড়ি কমলগঞ্জ বলে জানা গেছে। দূর্ঘটনায় কবলিত প্রাইভেট কারটির মালিক কমলগঞ্জের ভানুগাছ বাজারের ইঞ্জিনিয়ার শামীম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার সুজিত চক্রবর্তী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটার মেশিন দিয়ে প্রাইভেট কার ও বাসের সামনের অংশ কেটে মৃতদের বের করে নিয়ে আসা হয় এবং নিহত ও আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।