কমলকন্ঠ ডেস্ক ।।
কমলগঞ্জ উপজেলার প্রখ্যাত মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন।
মঙ্গলবার ২২ জুলাই দুপুরে শমশেরনগরের শিংরাউলী ইলেভেন স্টার ক্লাব মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রীয় মর্যাদা, ফুলেল শ্রদ্ধা এবং স্বজন-শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মরহুমকে শেষ বিদায় জানানো হয়।
জানাজায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জনাব মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো: মহসিন মিয়া মধু, সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গোলাম কিবরিয়া শফি, আনোয়ার হোসেন বাবু, এনামুল হক শামীমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ।
মরহুম সাজ্জাদুর রহমান কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শুধু রাজনীতিতেই নয়, সমাজসেবাতেও ছিলেন নিবেদিতপ্রাণ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।