
কমলকন্ঠ রিপোর্ট ।।
“ মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন ” – এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী এক কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ (২২জুলাই) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের আয়োজনে আজ বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাছের চারা বিতরণ ও রোপণের মধ্যে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আ্ওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক মো:আব্দুল হান্নান। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোলেমান হোসেন ভুট্টো, জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ ইউনিটের সচিব রাজন দত্ত রাজু, সাংবাদিক আমিনুর রহমান, রুবেল আহমেদ, রতন দত্ত, মুমিনুর রহমান, সজিব দত্ত ঝুমন, শামিম আহমেদ তালুকদার প্রমুখ।
এ সময় চেয়ারম্যান মো: আব্দুল হান্নান বলেন জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ হুমকির মুখে। প্রকৃতির এই বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে আমাদের বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে। প্রতিটি বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য যে, এই কর্মসূচির আওতায় আজ কমলগঞ্জ সদর ইউনিয়নের সকল বসতবাড়ি এবং প্রতিষ্ঠানসমুহের খালি জায়গায় রোপণের জন্য বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মোট ১৭০০ টি বনজ, ফলদ, ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়