
কমলকন্ঠ ডেস্ক।।
টানা ভারীবর্ষণের কারণে ঝুঁকিতে রয়েছে টিলায় বসবাসকারী জনগণ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারগণ কর্তৃক এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত আছে।
শুক্রবার বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ টিলার উপরে অবস্থিত আবাসিক এলাকাসমূহ পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন।