
কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাহাড়ী গ্রাম বাগমারা ও রাসটিলা এলাকা পরিদর্শন করেন।
সোমবার (৭ জুন) পরির্দশন কালে তিনি এই এলাকায় অব্যাহত টানা বর্ষণে টিলা ধসের আশঙ্কাযুক্ত ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেন এবং ভূমিধসের মত দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে বলেন। সরকারী জায়গায় ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘর তৈরি করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।
এছাড়াও জেলা প্রশাসক উত্তর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শিক্ষকদের সঠিকভাবে পাঠদানের উপদেশ দেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান, কমলগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।