
কমলকন্ঠ ডেস্ক ।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ কমলগঞ্জ পৌর এলাকার ৩০৮১ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যশস্য বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্টিত উক্তখাদ্য বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কীত সংসদীয় কমিটি সভাপতি, সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অথিতি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশেকুল হক,। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ ইয়াদৌস হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ আসাদুজ্জামান প্রমুখ। সভাপতিত্ব করেন অত্র পৌরসভার সুনামধন্য জনবান্ধব মেয়র মোঃ জুয়েল আহমেদ।