
কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি গন্ধগুকুল ও একটি বাদামী বানর অবমুক্ত করা করা হয়েছে।
শনিবার দুপুরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ দুটি প্রাণী বনে অবমুক্ত করা হয়।
অবমুক্তের সময় বিউট কর্মকর্তা আনিসুজ্জামান , এফ জি সুব্রত সরকার, তাজুল ইসলাম ,ঋসু বড়ুয়া ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিচালক স্বপন দেব সজল উপস্থিত ছিলেন।
স্বপন দেব সজল জানান, গন্ধগোকুল টি মৌলভীবাজারের একটি মুরগীর খামারে ঢুকে পরে কয়েকটি মুরগীর বাচ্চা মেরে ফেলে। পরে খামারের লোকজন গন্ধগোকুলটিকে ধরার সময় লেজে আঘাতপ্রাপ্ত হয়। আহত গন্ধগোকুলটিকে বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনে দিয়ে যায়।
সেবাফাউন্ডেশন কতৃক ২৩ দিন চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলে আজ বনে অবমুক্ত করা হয়। আর বাদামী বানরটিকে গত ২০জানুয়ারি ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।