
রাজু দত্ত ।।
পৌষ সংক্রান্তি উপলক্ষে কমলগঞ্জ উপজেলায় মনিপুরী সম্প্রদায়ের শতবর্ষী ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘নিমাই সন্ন্যাস’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার। এ বছর উৎসবটি ১১৬তম বার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে উপজেলার উত্তর বালিগাঁও মনিপুরীপাড়ায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের দিন সকাল থেকেই মনিপুরী সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে পুরো এলাকা। ‘নিমাই সন্ন্যাস’ উপলক্ষে শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য দেবের লীলাভিত্তিক মনিপুরী নৃত্য, সংগীত ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিবেশিত হবে। পাশাপাশি উৎসবস্থলকে ঘিরে বসবে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।
উত্তর বালিগাঁও যুব কল্যাণ পরিষদের সভাপতি মৃণাল সিংহ বলেন,
“শত বছরেরও বেশি সময় আগে আমাদের পূর্বপুরুষদের হাত ধরে পৌষ সংক্রান্তির দিনে ‘নিমাই সন্ন্যাস’, রাখাল নৃত্য ও বেলিরাসসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয়। সেই ঐতিহ্য আমরা আজও নিষ্ঠার সঙ্গে লালন করে আসছি। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, ‘নিমাই সন্ন্যাস’ মনিপুরী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য, যা শ্রীচৈতন্য মহাপ্রভুর বৈরাগ্য গ্রহণের স্মৃতিকে কেন্দ্র করে পালিত হয়ে আসছে। এই আয়োজনের মাধ্যমে মনিপুরীদের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আয়োজকদের মূল উদ্দেশ্য।
আয়োজকরা আশা করছেন, এবারের ‘নিমাই সন্ন্যাস’ উৎসবে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে উত্তর বালিগাঁও মনিপুরীপাড়া এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে।