
কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ছড়া থেকে অজয় মুন্ডা (২২) এর লাশ উদ্ধার করছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় চা শ্রমিকরা জানান, বাঘিছড়া ফাঁড়ি চা বাগানের চা শ্রমিক পানি ছড়া মুন্ডার ছেলে অজয় মুন্ডা (২২) বাঘিছড়ায় গোসল করতে নেমে পানিতেই পড়ে থাকে। এর পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে চা শ্রমিকরা বাঘিছড়ায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।