
কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে--- রহিমপুর ইউনিয়নে ইফতেখার আহমেদ বদরুল (নৌকা), মাধবপুর ইউনিয়নে আসীদ আলী (নৌকা) কমলগঞ্জ সদর আব্দুল হান্নান (নৌকা), ইসলামপুর ইউনিয়নে সুলেমান মিয়া (নৌকা), @ আলীনগর ইউনিয়নে নিয়াজ মোর্শেদ রাজু (আনারস), মুন্সিবাজার ইউনিয়নে নাহিদ আহমেদ তরফদার (আনারস), পতনঊষার ইউনিয়নে অলী আহমেদ খান (আনারস), আদমপুর ইউনিয়নে আব্দাল হোসেন (ঘোড়া), ও শমসেরনগরে জুয়েল আহমদ (ঘোড়া) বেসরকারীভাবে জয় লাভ করেছে।