
কমলকন্ঠ ডেস্ক।। ৫ জানুয়ারি বুধবার পঞ্চম ধাপে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালটবাক্সসহ ভোটগ্রহণের অন্যান্য সরঞ্জামাদি। তবে শুধু ব্যালট পেপার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন প্রার্থী এর মধ্য আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৯ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ জন। বিদ্রোহী আওয়ামী লীগ ১১ ও স্বতন্ত্র প্রার্থী ২৫ জন। সাধারণ সদস্য পদে ৩৯৩ ও সংরক্ষিত সদস্য পদে ১৩০ জন।
গত শনিবার (১ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে দলকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটার যাতে ভোট দিতে পারেন এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।