
স্টাফ রিপোর্টার।।
মৌলভীবাজারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জেলা শাখার উদ্যোগে জেলার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দারিদ্র্যপীড়িত মানুষদের কষ্ট লাঘবে মানবিক এই উদ্যোগকে কেন্দ্র করে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ দিনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার ৮০ জন অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, মৌলভীবাজার জেলা শাখার সভানেত্রী মিসেস সায়মা আক্তার। তিনি বলেন, “শীতমৌসুমে সমাজের অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের মুখোমুখি হয়। পুনাক সবসময় পুলিশ পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল। তিনি বলেন, “সমাজের বিত্তবান ও সংগঠনগুলোর উদ্যোগে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব। পুনাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
এছাড়াও উপস্থিত ছিলেন জ. ই. মুন্না, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা এবং পুনাক, মৌলভীবাজার জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতির নয়, বরং সামাজিক দায়িত্বের অংশ।

উপকারভোগীরা শীতবস্ত্র পেয়ে পুনাক ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুনাক নেতৃবৃন্দ জানান, জেলার বিভিন্ন উপজেলাতেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণসহ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।